Image description

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উপাচার্যের আহত হওয়ার খবরটি ভুয়া বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। একইসাথে এ ধরনের ভুয়া খবর মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘কিছু গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে দেখলাম বলা হয়েছে আমি আহত হয়েছি। এটি একেবারেই সত্য নয়। বাস্তবে আমি শুধু সংঘর্ষরত শিক্ষার্থীদের শান্ত করতে সেখানে গিয়েছিলাম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাকে ঘিরে রেখেছিল, আমাকে এক মুহূর্তের জন্যও একা হতে দেয়নি। তাদের ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই আমি নিরাপদ ছিলাম, তারা আমার কোনো ক্ষতি হতে দেয়নি।‘

এসময় তিনি আর‍ও বলেন, ‘শিক্ষার্থীরা উত্তেজিত ছিল, কিন্তু আমাকে দেখে তারা শান্ত হয়। পরে আমি দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে টানা ২ঘন্টা মিটিং করি এবং তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দিই। কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ধরনের বিভ্রান্তিকর খবর দেখে আমার পরিবারের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত হয়েছেন এবং আমাকে অনবরত টেলিফোন করতেছে। তাই এ ধরনের ভুয়া খবর অবিলম্বে মুছে ফেলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।‘

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বিভাগের অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মাঝে ৩ জন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সংঘর্ষ থামাতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ইটের আঘাতে আহত হন বলে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বেশকিছু সংবাদমাধ্যম।