Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

জানা যায়, সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

রাখাল রায় নামে হলটির এক শিক্ষার্থী বলেন, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টা বা ৬টার দিকে জগন্নাথ হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সঞ্জু বাড়ই।

সাব্বির আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সাঞ্জু মারা গেছে।

এদিকে এ ঘটনার আনুমানিক পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সাঞ্জু।  

তিনি লেখেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।