Image description

ঢাকার সাভারে এসএসসি গণিত পরীক্ষা চলাকালে বোর্ডের নিয়ম ভঙ্গ করে এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় ৭জন পর্যবেক্ষককে বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
সোমবার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতেনাতে এন্ড্রয়েড মোবাইল ফোনসহ শিক্ষকদের ধরে ফেলেন।
বহিষ্কার হওয়া পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরা হচ্ছেন- সাভার উচ্চ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক এনাম আহম্মেদ, আনিছ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেন, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগম।
এছাড়া দায়িত্ব পালনে গাফিলতির কারনে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের (সাভার-২) কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, দায়িত্ব অবহেলা ও বোর্ডের নিয়ম ভঙ্গ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষক এর দায়িত্ব পালনের সময় ফোন পাওয়া যাওয়ায় সব পর্যবেক্ষককে বহিষ্কার করা হয়েছে এছাড়া কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের (সাভার-২) কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান বলেন, ইউএনও স্যার কেন্দ্র পরিদর্শনে এসে পর্যবেক্ষকদের কাছে এন্ড্রয়েড ফোন পেয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী কেন্দ্রে কোন এন্ড্রয়েড ফোন আনতে পারবেনা পর্যবেক্ষকরা। আমি একাধিকবার পর্যবেক্ষকদের বলার পরও তারা শুনেনি। পরে তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।