
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তায় ওড়না পরতে বলা ও তার পোশাক নিয়ে হেনস্তার অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যে পরীক্ষা হলে পরিচয় শনাক্তে পুরুষ শিক্ষকের সামনে নেকাব না খুলতে চাওয়ার পর তা নিয়ে এক ছাত্রীর সংবাদ সম্মেলনের ঘটনা নতুন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এই দুই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার ওঠার মধ্যে বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার রাতে উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে হিজাব-নেকাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্ত করবেন নারী শিক্ষক, নারী কর্মকর্তা বা নারী কর্মচারী।