Image description

সাত কলেজ শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে নিউমার্কেট  থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে   তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এছাড়া, তিনি শিক্ষা  উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি প্রেরণ করেছে।

উল্লেখ্য, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সাইন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেয়। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটিকে ছাড়িয়ে আনেন। 

এ সময় অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে জখম করে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান গ্রহণ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ,  প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক,  সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও জহুরুল হক হল সংসদের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।  

এছাড়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ১৬ জানুয়ারি লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।  শিক্ষার্থীদের দাবীকৃত সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে করণীয় ঠিক করতে সরেজমিনে তিনি  ইনস্টিটিউটটি পরিদর্শন করেন। এ ঘটনার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন।