Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কিছু হল সংসদ প্রতিনিধিরা হল প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন। এ ছাড়া, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ বাজেট ঘাটতিকে হল সংসদগুলোর সব থেকে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন।

বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু আয়োজিত হল সংসদ প্রতিনিধি সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

প্রতিনিধি সম্মেলনে শামসুন্নাহার হলের সহ-সভাপতি কানিজ কুররাতুল আইন বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই হল প্রশাসন আমাদের ব্যাপক অসহযোগিতা করেছে এবং নিয়ম-কানুনের একটা মালা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে।’

এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রভোস্ট স্যারকে বর্তমানে পাওয়া যায় না।’

সম্মেলনে হল সংসদের প্রতিনিধিরা তাদের দায়িত্ব সম্পাদন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা উল্লেখ করেন। নারীদের হলগুলোর প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে মাদকাসক্তদের মাধ্যমে উত্ত্যক্ত হওয়ার ঘটনা উল্লেখ করেন এবং সমস্যা নিরসনের দাবি জানান।

এ ছাড়া সব হলের প্রতিনিধিরা খাবারের মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তুকি এবং বাবুর্চি নিয়োগের প্রস্তাব করেন।

সম্মেলনে প্রধান অতিথি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অনেক পথ বাকি, অনেক ত্রুটিবিচ্যুতি আছে। আজও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম। আরও কী কী ভালো হতে পারতো শুনলাম। এসব বিষয়ে বেশির ভাগ নিয়ে কোনও বিতর্ক নেই।’

সম্মেলনে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।