
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ (রাকসু) নির্বাচনে এ পর্যন্ত ৮টি হলের ফল প্রকাশিত হয়েছে। হলগুলো হল- মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬, শের-ই-বাংলা হল ও শাহ মখদুম হল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এসব ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। তবে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নুরুল মোমেন।
ঘোষিত এসব ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, শীর্ষ তিন পদের দুইটিতে (ভিপি ও এজিএস) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় অর্জিত হয়েছে। আর একটিতে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন। তবে এসব হলে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা ও শিবিরের এস এম সালমান সাব্বিরের হাড্ডাহাড্ডি লড়াই হলেও সাব্বিরই এগিয়ে রয়েছেন।
বিস্তারিত আসছে…