
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জুলাই-৩৬ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘোষিত হয় এ ফলাফল।
জুলাই-৩৬ হলের ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৪৫ ভোট পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। এই হলে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩০০ ভোট।
জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৩৫। শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট। এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির ৫২৪ পেয়ে এগিয়ে আছেন। একই পদে ছাত্রদলের সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।