দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’র ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার রাতেই বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এছাড়া আরেকটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শেখ ইশতিয়াকের ব্যান্ড শিরোনামহীন মঞ্চে পারফর্ম করে। বরাবরেই মতোই ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন ইশতিয়াক নিজেই, আর পাশে দাঁড়িয়ে ছিলেন তার সহধর্মিণী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এই মুহুর্তগুলোও অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে এখনো নববধূর পরিচয় প্রকাশ করেননি এ সংগীতশিল্পী।
এদিকে, রোববার (১১ জানুয়ারি) সামাজিক যেগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে শেখ ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’