বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত গোটা ভারত। বুধবার মধ্যরাতে আকস্মিক এ ঘটনায় রীতিমতো আতঙ্কে বলিউড তারকারাও। ইতিমধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সাইফের মতো প্রভাবশালী তারকার বাড়িতে এক বহিরাগতের ঢুকে পড়াটা চমকে দেওয়ার মতো! হামলাকারী আটক হলেও এখনও হামলার নির্দিষ্ট কারণ জানা যায়নি।
অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার পর কেটে গেছে প্রায় ৫০ ঘণ্টা। মুম্বাই পুলিশ একাধিক টিম গঠন করে সাইফের বাড়ির সব পরিচারিকা, কর্মীদের জেরা করা শুরু করেছে। খানা তল্লাশি চালানো হচ্ছে পড়শিদের বাড়িতেও। এমতাবস্থায় দুই সন্তানকে আগলে রেখেছেন কারিনা কাপুর।
কারিনা তার বয়ানে বলেছেন, ‘হামলাকারী মারাত্মক হিংস্র। নিজে চোখে দেখলাম, সাইফের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি একের পর এক কোপ মেরে যাচ্ছে সে।
কারিনা আরো বলেন, ‘হামলার পরই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী।
গত বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলী খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। সাইফের নিউরো সার্জন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তার পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। দ্রুত তার অস্ত্রোপচার করা হয়েছে। তার স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।