Image description
এক ছবিতে সৃজিত-মিথিলা, অন্যটিতে সৃজিত-ঋতাভরী  

ভালোবেসে চার বছর আগে কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে তাদের সংসার টিকে আছে কি না, তা নিয়েও আছে বিস্তর গুঞ্জন।

শোবিজে কান পাতলে শোনা যায়, এক ছাদের নিচে থাকছেন না সৃজিত-মিথিলা। এমনকি এখন কলকাতাতেও খুব একটা যান না মিথিলা। যদিও বিষয়টি নিয়ে দু’জনেই মুখে কুলুপ এটেছেন।

এদিকে, সম্প্রতি সৃজিতের এক ইনস্টাগ্রাম পোস্টে ধরা দিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী। আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’

বলা দরকার, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম চাউর হয় শোবিজে। ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও নির্মাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে, প্রাক্তনের সঙ্গে সৃজিতের ছবি ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সৃজিত-মিথিলার ‘সংসার ভাঙন’র পালে বইছে জোর হাওয়া। ছবি দেখে অনেকেই জানতে চেয়েছেন, মিথিলা কোথায়?