Image description

‘বেইলি রোড’ দিয়ে ২০১১ সালে চলচ্চিত্রে অভিষেক আঁচল আঁখির। ২০১৭ সাল পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এখন ব্যস্ত গানচিত্রের মডেল হিসেবে। আঁচলের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

সম্প্রতি বেশ কিছু পুরস্কার পাওয়ার ছবি পোস্ট করেছেন ফেসবুকে। আপনি তো অনেক দিন হলো অভিনয়ে নেই, কীসে পেলেন এসব পুরস্কার?
আমি দেশে ছিলাম না মাঝখানে। ২৪ দিন ছিলাম আমেরিকায়। তখন বেশ কিছু পুরস্কার ঘোষণা হয়েছিল, যেগুলোতে আমার নাম ছিল।

এবার দেশে ফেরার পর পুরস্কারগুলো সংগ্রহ করেছি। গানের মডেল হিসেবে পেয়েছি এসব পুরস্কার। আসলে যেকোনো পুরস্কারই তো ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারগুলো আমাকে আনন্দ দিয়েছে।
 তবে মাঝেমধ্যে দুঃখও লাগে। যখন ক্যারিয়ারের সোনালি দিন ছিল তখন যদি বুঝতাম, তাহলে এত দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আমার দখলে থাকত।

আমেরিকার সময়টা কেমন কেটেছে?
আমরা তো সব সময় কাপল ভ্রমণই করি। সৈয়দ অমি শুধু আমার স্বামী নয়, ভালো বন্ধু আবার কলিগ। আমরা যে দেশেই যাই ভ্লগ-রিলস বানাই, ছোট ছোট নাটিকা করি।

এবারও তাই করেছি। আমেরিকায় অনেক পরিচিত মানুষ আছে, তাদের সঙ্গেও দেখা করেছি। বলতে গেলে চোখের পলকেই কেটে গেছে ২৪ দিন।

ফেরদৌস-শাবনূর অভিনীত প্রেমের জ্বালা ছবির তুমুল জনপ্রিয় গান ‘বেয়াইনসাব-এর রিমেকে নাকি মডেল হয়েছেন?
গানটা আমার খুবই প্রিয়। ছোট বেলায়ও এই গানের সঙ্গে নেচেছিলাম। এখনো গ্রামে-গঞ্জে বিয়ে হলে এই গান বাজেই। আমার মতে শাবানা ম্যাডামের পর শাবনূর আপু বাংলাদেশের লেডি সুপারস্টার। তিনি অভিনয়ে যেমন অদ্বিতীয়, নাচেও। গানটার প্রস্তাব পেয়েছিলাম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম থেকে। শুরুতে একটু নার্ভাস ছিলাম। শাবনূর আপার তুলনা তো তিনিই, নিজেকে কখনোই তাঁর আশপাশে ভাবতে পারব না। তবে দর্শক যেন গানটা দেখে আমাকে বকা না দেয় সেই চেষ্টা করেছি। আমার মনে হয় ‘বেয়াইনসাব ২.০’ নতুন করে সবার মন জয় করবে। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া গানটি এবার গেয়েছেন দিলশাদ নাহার কনা ও সৈয়দ অমি।

শাবনূরের সঙ্গে গানটি নিয়ে কখনো কথা হয়েছে?
দুই বছর আগে শাবনূর আপুকে ফেসবুকে নক দিয়েছিলাম, ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম। পরে তিনি কল দিয়েছিলেন আমাকে। কথা হয়েছিল, আমাকে দোয়াও করেছিলেন। এরপর অনেকবার ম্যাসেজ দিয়েছি, আপু সিন করেন ঠিকই তবে উত্তর দেন না। খুব ইচ্ছা ছিল, এ গানটি নিয়ে আপুর সঙ্গে আলোচনা করব, তাঁর পরামর্শ চাইব। সেটা হলো না।

নতুন চলচ্চিত্রের খবর কী?
মিথ্যে বলব না, হাতে নতুন কোনো ছবি নেই। প্রস্তাব যে পাই না তা কিন্তু নয়। কিন্তু সেসব ছবি করার ইচ্ছা হয় না। ২০১৭ সাল পর্যন্ত শাকিব খান, বাপ্পী চৌধুরী, আরিফিন শুভ—কার সঙ্গে ছবি করিনি! এখন এসে যা-তা ছবি তো আর করতে পারি না।

ক্যারিয়ারের ব্যস্ত সময়টা মিস করেন?
অবশ্যই। মনে হয় সময়টা যদি ফিরে পেতাম। আসলে আমি কিছু বুঝে ওঠার আগেই সময়টা চলে গেছে। ২০১১ সালে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে ‘জটিল প্রেম’ দিয়ে সাড়া ফেললাম। এরপর শাকিব ভাই, শুভ ভাই, বাপ্পীরা আমার নায়ক। মাত্র চার বছর সময়টা হাতে পেয়েছিলাম। কিন্তু বোকা ছিলাম, ফিল্ম পলিটিকস বুঝিনি। যদি বুঝতাম তাহলে এখনো আমিই সময়ের ব্যস্ত অভিনেত্রী থাকতাম।

আর কী করছেন?
আপাতত সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মের কাজ তো করছি না। আমার আর অমির দুটি ইউটিউব চ্যানেল আছে। একটি গানের অন্যটি ভ্লগের। দুটি চ্যানেলের কনটেন্টই তৈরি করব। সামনের মাসের প্রথম দিকে ১৫ দিনের জন্য বালিতে যাব। সেখানে গানের লোকেশন রেকি করব। সম্ভব হলে কয়েকটি গানের শুটিংও করব। এরপর ফিরে ব্যাঙ্ককে যাব। সেখানেও ভ্লগিং করব, গানের শুটিং করব।