Image description

চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে জমকালো ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পের নানান শাখার তারকারা। পবিত্র রমজান মাসে, চলচ্চিত্র জগতের কলাকুশলীদের একত্রিত হওয়ার এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেন সেলিব্রিটি, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য শিল্পীরা। ইফতার পার্টিতে তারকাদের মধ্যে ছিল এক অমলিন মিলনমেলা, যেখানে তারা একে অপরের সাথে দীর্ঘদিন পর আবারও দেখা করেন এবং তাদের পেশাগত জীবন নিয়ে আলোচনা করেন।


এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না, অভিনেতা ইমনসহ আরো অনেক তারকা, যারা নিজেদের অনুভূতি এবং এই ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে কথা বলেন।

 

অভিনেতা ইমন মন্তব্য করেন,“আজকের আয়োজন তো অসাধারণ হয়েছে। আসলে অনেকদিন ধরে মানুষ বা আর্টিস্টরা বড় সমাগমে একসাথে হতে পারছেন না। তো আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে, আমরা আয়োজন করেছি। সেখানে আমাদের সব আর্টিস্টরা একসাথে হয়েছি। সো এটা আসলে সবার সাথে যে সবার দেখা হচ্ছে বা হয়েছে, এটা বিশাল একটা আনন্দের ব্যাপার।

 

এছাড়া, উপস্থিত অন্যান্য তারকারাও এই মিলনমেলায় তাদের অনুভূতি এবং একসাথে থাকার আনন্দ প্রকাশ করেন।

সূত্র:https://tinyurl.com/2wrr9zsd