গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত রাখা হচ্ছে শৌচাগারে। জানা গেছে, সংরক্ষণাগার হিসেবে কোনো কক্ষ বরাদ্দ না থাকায় শৌচাগারে ভাউচার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করা হচ্ছে।
শৌচাগারে রাখায় নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র। শুধু তাই নয়, এই দফতরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও নেই পর্যাপ্ত কক্ষ। প্রায় দুই ডজন কর্মকর্তা ও কর্মচারীর জন্য রয়েছে মাত্র চারটি কক্ষ। অফিস কক্ষ ও সংরক্ষণাগারের এ বেহাল দশায় ক্ষুব্ধ এই দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। কক্ষের সুষ্ঠু বণ্টনের দাবিতে রোববার কর্মবিরতিও পালন করেছেন তারা।
এ বিষয়ে হিসাবরক্ষণ দফতরের সহকারী পরিচালক ওয়ালিদ মিয়া বলেন, ২৬ জন স্টাফের জন্য মাত্র চারটি কক্ষ থাকায় গাদাগাদি করে ও অন্য দফতরের সঙ্গে শেয়ার করে অফিস করতে হয় আমাদের। এ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভাউচার ও নথিপত্র সংরক্ষণের জন্য আলাদা কক্ষ থাকলেও বশেমুরবিপ্রবিতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে হয় ওয়াশরুমের ভেতরে। ফলে পানিতে ও বিভিন্ন কারণে ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও কক্ষ বরাদ্দ নিয়ে টালবাহানা করছে কর্তৃপক্ষ। বাধ্য হয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি।
এ নিয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, কর্মকর্তারা আবার কাজে যোগ দিয়েছেন। উপাচার্য স্যার একটা কমিটি করে দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করে সিদ্ধান্ত নেবেন।