Image description

লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে পূজা শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণ ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ মজুমদারের। 

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য ও বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের বাসিন্দা। 

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এ সময়, তার দোকানের সিন্দুকে প্রায় ২০-২৫ ভরি স্বর্ণ এবং নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিল। দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায় রাতে। সকালে দোকানে এসে দেখি সার্টার (গেট) খুলছে না। পরে মিস্ত্রি এনে সার্টার খুলে দেখি সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা এবং স্বর্ণ ও টাকা চুরি হয়ে গেছে। 

মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরেও এ বাজারে চুরির কোনো ঘটনা ঘটেনি। যেভাবেই হোক চোরকে জনসম্মুখে আনা উচিত। 

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।