Image description

বাংলাদেশ ব্যাংক ইসলামি ধারার দুর্বল পাঁচটি ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি পেয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) গতকাল অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, একীভূত ব্যাংকের জন্য ৩৫,২০০ কোটি টাকা মূলধন প্রয়োজন হবে। এর মধ্যে সরকার ২০,২০০ কোটি টাকা দেবে। আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে ৭,৫০০ কোটি এবং বাকি সাড়ে ৭ হাজার কোটি টাকা আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে।

সাবেক সরকারের আমলে আর্থিক খাতে ব্যাপক লুটপাটের কারণে এসব ব্যাংকের অবস্থা নাজুক হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে বিশেষ তারল্য সহায়তা বন্ধ করে দেওয়ার পর তারা আমানত ফেরত দিতে ব্যর্থ হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক ছয়টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করে। এসব ব্যাংক হলো: এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। যাচাইয়ে দেখা যায়, ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৪৮ শতাংশ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত।

ফলস্বরূপ, আইসিবি ইসলামিক বাদে বাকি পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক একাধিক বৈঠকে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার তথ্য তুলে ধরে এবং জানায়, একীভূতকরণ ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।

বর্তমানে তিনটি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—একীভূত হতে সম্মত হয়েছে। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, এই পাঁচ ব্যাংকের মে পর্যন্ত আমানত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫৪৬ কোটি টাকায়, যেখানে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬০৬ কোটি টাকা। বিপরীতে ঋণস্থিতি বেড়ে মে পর্যন্ত দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪১৩ কোটি টাকায়।

সব মিলিয়ে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৭৭ শতাংশ। এর ফলে নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি দেখা দিয়েছে ৭৪ হাজার ৫০১ কোটি টাকা।

সবচেয়ে বেশি খেলাপির হার রয়েছে ইউনিয়ন ব্যাংকে (৯৮%), এরপর ফার্স্ট সিকিউরিটি (৯৬%), গ্লোবাল ইসলামী (৯৫%), সোশ্যাল ইসলামী (৬২%) এবং এক্সিম ব্যাংক (৪৮%)। এসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে নিয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা।

শীর্ষনিউজ