বাংলাদেশে বিডিটুডেকে ব্লক করার নিন্দা জানাচ্ছি
লিখেছেন লিখেছেন সম্পাদক ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৬:০১ দুপুর
প্রিয় ব্লগার,
আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় বিডিটুডেকে বাংলাদেশে অন্যায়ভাবে ব্লক করে দেয়া হয়েছে।
বিগত দুই সপ্তাহ থেকে অনেক চেষ্টার পর জানতে পরেছি যে, বিভিন্ন বেসরকারী ও সরকারি ইন্টারনেট গেইটওয়ের (IIG) মাধ্যমে বিডিটুডের ডাটা যাতায়াত ধিরে ধিরে বন্ধ করে দেয়া হয়।
আর্শ্চের বিষয়, সরকার এ কাজটি করেছে গোপনে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে করার মত সৎ সাহস তাদের নেই। আমরা সরকারের মিডিয়া ও মুক্তচিন্তা দমনের এই মধ্যযুগীয় মানসিকতার তীব্র প্রতিবাদ জানাই।
প্রিয় ব্লগার,
মাত্র আট মাসের মাথায় বিডিটুডে ব্লগ ও ম্যাগাজিন বাংলাদেশে জনপ্রিয়তম একটি সাইট হিসেবে পরিনত হয়েছে। এই স্বল্পতম সময়েই বিডিটুডে প্রচুর ভিজিটর আকৃষ্ট করে যা ছিল মিডিয়ার স্বাধীনতায় অবিশ্বাসী অন্ধকারের প্রাণীদের জন্য গা জ্বালার কারন। বিডিটুডে সব সময় সকল মত ও পথের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ।
বাংলাদেশের পাঠকদের জন্য আমরা সাইটকে নতুন ডোমেইনে স্থানান্তর করছি।
আশাকরছি আগামী দু-তিন দিনের মধ্যই আপনাদের প্রিয় সাইট দেখতে পাবেন।
বিডিটুডের সাথেই থাকুন।
ধন্যবাদান্তে
সম্পাদক
বিষয়: বিবিধ
৫৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন