গত কয়েক বছর ধরে স্যামসাং তাদের গ্যালাক্সি এস আল্ট্রা সিরিজের ফোন জানুয়ারি মাসেই উন্মোচন করে আসছে। তবে দক্ষিণ কোরিয়ার শিল্প সংশ্লিষ্ট সূত্রের নতুন তথ্যে জানা গেছে, গ্যালাক্সি এস২৬ সিরিজের লঞ্চ সময়সূচিতে পরিবর্তন এনেছে স্যামসাং। এর ফলে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলের বাজারে আসা কিছুটা পিছিয়ে যেতে পারে।
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠান জানুয়ারির পরিবর্তে ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। এই পরিবর্তনের কারণে গ্যালাক্সি এস২৬ আল্ট্রার উন্মোচন পূর্বসূরি মডেলের তুলনায় কয়েক সপ্তাহ পিছিয়ে যাবে।
অফিশিয়াল উন্মোচনের প্রায় ২ সপ্তাহ পর খুচরা বাজারে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ফোনগুলো ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুতে দোকানে পৌঁছাতে পারে।
দেরি হলেও স্যামসাং মার্চের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)–এর আগেই গ্যালাক্সি এস২৬ সিরিজের লঞ্চ সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। এতে করে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর আগেই নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার আপডেট প্রদর্শনের সুযোগ পাবে স্যামসাং।
লঞ্চ দেরির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে স্যামসাংয়ের পণ্য কৌশলে পরিবর্তন। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ লাইনআপের গঠন নতুন করে পর্যালোচনা করছে—বিশেষ করে বেস গ্যালাক্সি এস২৬ ও গ্যালাক্সি এস২৬ আল্ট্রা–এর মাঝামাঝি থাকা মডেলগুলোর ক্ষেত্রে।
এছাড়া মূল্য নির্ধারণ, যন্ত্রাংশের প্রাপ্যতা এবং পারফরম্যান্স আপগ্রেড সংক্রান্ত অভ্যন্তরীণ সিদ্ধান্তও এই পরিবর্তিত সময়সূচির পেছনে ভূমিকা রেখেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে স্যামসাংয়ের চিপসেট পরিকল্পনা। প্রতিবেদনে বলা হচ্ছে, গ্যালাক্সি এস২৬ আল্ট্রা বিশ্বব্যাপী কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করতে পারে। এই পরিবর্তনের জন্য অতিরিক্ত যাচাই-বাছাই এবং সরবরাহ ব্যবস্থার সমন্বয় প্রয়োজন, যা গণউৎপাদনের আগে কিছুটা সময় নিতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা থেকে কী আশা করা যায়?
এখনো আনুষ্ঠানিক স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ক্যামেরা পারফরম্যান্স, ডিসপ্লের মান এবং ডিভাইসের ভেতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
লঞ্চ ইভেন্টে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার উন্নয়নও তুলে ধরবে স্যামসাং।
যদিও এই বিলম্ব গ্রাহকদের জন্য কিছুটা হতাশাজনক, তবে উন্নত পণ্য কৌশলের জন্য এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হলে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেই প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর ওপর চাপ সৃষ্টি করবে।
এখন টেকপ্রেমীরা বিভিন্ন লিক ও প্রতিবেদনের ওপর ভরসা করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।