প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেবে।