মশা নিধনে চীন তৈরি করেছে এক যুগান্তকারী প্রযুক্তি—যা সেকেন্ডে ৩০টি মশা হত্যা করতে সক্ষম। দেশটির স্টার্টআপ প্রতিষ্ঠান ফোটন মেট্রিক্স (Photon Matrix) উদ্ভাবন করেছে এই অত্যাধুনিক লেজার মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা মশাকে মাঝআকাশেই বাষ্পীভূত করে ফেলে।
এই ডিভাইসটি LiDAR প্রযুক্তি ব্যবহার করে আশপাশের এলাকা স্ক্যান করে এবং মশার অনন্য ডানার গতিবিধি বিশ্লেষণ করে সঠিকভাবে শনাক্ত করে টার্গেট করে। ফলে অন্য কোনো পোকামাকড়, মানুষ বা পোষা প্রাণীর জন্য এটি একদম নিরাপদ।
বিশেষজ্ঞদের মতে, এই লেজারভিত্তিক সিস্টেমটি রসায়নমুক্ত ও পরিবেশবান্ধব হওয়ায় এটি ঐতিহ্যবাহী মশার ওষুধ বা কয়েলের বিকল্প হতে পারে। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণেও এটি বড় ভূমিকা রাখতে পারে।
প্রযুক্তিটি এখন পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, সফল হলে এটি মশামুক্ত ভবিষ্যতের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করছেন গবেষকরা।