Image description

ধরুন এমন হলো—রাতে ইনস্টাগ্রামে একটি রিলস দেখলেন, খুব ভালো লাগল। কিন্তু কোথাও শেয়ার কিংবা সেইভ করে রাখলেন না। সকালেই ওই রিলসটি আবার খুঁজলেন। কোথাও পেলেন না। এটা বেশ বিড়ম্বনা নিশ্চয়ই। সেই বিড়ম্বনা এখন সহজেই কাটাতে পারবেন।

ইনস্টাগ্রাম সম্প্রতি এনেছে ওয়াচ হিস্টোরি ফিচার। এরমাধ্যমে ব্যবহারকারীরা আগে দেখা রিলস হিস্টোরিতে খুঁজে আবার দেখতে পারবেন। এতদিন ইনস্টাগ্রামে এটি ছিল না। 

তবে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী টিকটক এই সেবা অনেক আগে থেকেই দিচ্ছিল। ওই প্লাটফর্মটিকে টেক্কা দিতেই ইনস্টাগ্রামের এই সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাপটি জানিয়েছে, এই আপডেটের মূল লক্ষ্য হল ব্যবহারকারীদের সেই রিলগুলো সহজে খুঁজে পেতে সাহায্য করা। যেগুলো তারা আগে দেখেছিলেন কিন্তু সেভ করেননি বা হারিয়ে ফেলেছেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, এই ফিচারটি তৈরি করা হয়েছে যাতে মানুষ সহজে সেই রিলগুলো খুঁজে পায়। যেগুলো তারা আগে দেখেছিল কিন্তু পরে আর খুঁজে পাচ্ছিল না।

টিকটকের সংস্করণের তুলনায় ইনস্টাগ্রামের ফিচারে আরও কিছু টুল রাখা হয়েছে। যা দেখা কনটেন্ট সাজানো ও পরিচালনা করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ভিডিওগুলো তারিখ অনুযায়ী (যেমন গত সপ্তাহ, মাস বা নির্দিষ্ট সময়কাল) ফিল্টার করতে পারবেন। আবার চাইলে ইতিহাস থেকে নির্দিষ্ট রিল মুছেও ফেলতে পারবেন। 

ইনস্টাগ্রাম জানিয়েছে, ‘ওয়াচ হিস্টোরি’ ছিল তাদের সবচেয়ে বেশি চাওয়া ফিচারগুলোর একটি।

ব্যবহারকারীরা এই নতুন অপশনটি পাবেন এইভাবে—

Profile → Settings → Your Activity → Watch History। এখানে আগে দেখা সব রিলের তালিকা দেখা যাবে।