বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চায়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়। অন্যান্য দলকে বলবো, আপনারাও আপনাদের দলের পক্ষে ভোট চান, জনগণ নিজেদের ইচ্ছায় যে কোনো দল বা ব্যক্তিকে ভোট দেবে।’
‘কোনো দলকে তার কাজে অন্য দলের পক্ষে বাধা দেওয়া ফ্যাসিবাদী আচরণ। জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, নতুন করে কেউ কেউ অন্য দলের রাজনৈতিক অধিকারে বাধা দিয়ে নতুন ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে।’
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের নুরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলার থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী থেকে আগামীতে যারা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না। তারা নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। অন্যান্য দলগুলোর উচিত এভাবে জনগণের সাথে নিজেদের স্বচ্ছতার ওয়াদা করা।’
মাওলানা মোস্তফা কামাল আরও বলেন, জামায়াত আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় আসলে দুর্নীতি নির্মূল করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নেবে, ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, যুব, ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
একই দিনে মাগরিব নামাজের পর দুলার হাট বাজারে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নেতৃত্বে জামায়াতের আয়োজনে কয়েক হাজার মানুষের অংশ গ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।