Image description
 

সাভারের আশুলিয়া একটি বহুতল ভবন থেকে এক শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বিকেলে বহুতল ভবনের তিন তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) তালিশমান বিডি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে সানাতের ফোনে কল করে না পেয়ে তার ফ্ল্যাটে যান বন্ধু‌ ও সহকর্মীরা। দরজায় কড়া নেড়েও কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাদের। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটে ঢুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সানাতের মরদেহ। এ সময় তার পরনে ছিল ফুল প্যান্ট এবং চেক হাফ শার্ট। ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পরিবার থাকে শ্রীলঙ্কায়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে শ্রীলঙ্কার কলম্বোর বাসিন্দা। মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে অবগত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যা না আত্মহত্যা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সময়