
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজার আনল চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই। ব্রাউজারটির নাম হতে চলেছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’। ওপেনএআই-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ তথ্যটি জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ম্যাকওএস-এ বিশ্বজুড়ে মিলবে ওপেনেএআই-এর ব্রাউজার পরিষেবা।
ওয়েব ব্রাউজারের সঙ্গে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে যুক্ত করতে ওয়েব ব্রাউজারকে নতুন রূপ দেওয়ার পথে এগোচ্ছে একাধিক সংস্থা। এ ব্যাপারে পারপ্লেক্সসিটি এআই-এর নতুন এআই ব্রাউজার বেশ ভালো সাড়া ফেলেছে।
ওপেরার মতো ব্রাউজারও নিজেদের ওয়েব ব্রাউজারে একাধিক এআই ফিচার অন্তর্ভুক্ত করেছে। একই পথে সম্প্রতি হাঁটা শুরু করেছে গুগলও। এই সংস্থা জেমিনি এআই মডেলকে ক্রোম মডেলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। এমনকি ওপেনআই, পারপ্লেক্সসিটি-র মতো সংস্থা গুগল কেনার বিষয়েও আগ্রহ দেখিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চ্যাটজিপিটির নতুন ব্রাউজার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আগামী দিনে একাধিক কাজ খুব সহজেই করা যাবে এই ব্রাউজারের মাধ্যমে। চ্যাটজিপিটির এই নতুন ব্রাউজারের মাধ্যমে পড়াশোনা করা আরো সহজ হবে। কোনো বিষয় নিয়ে বিস্তারিত তথ্য হাজির করবে চ্যাটজিপিটি অ্যাটলাস।
জব ইন্টারভিউয়ের প্রস্তুতির কাজেও ব্যাপক সহায়তা করবে। রেস্তোরাঁ, হোটেল বুকিংয়ের মতো কাজ প্রম্পটের মাধ্যমেই করে ফেলা যাবে। এ রকম একাধিক কাজের জন্য সার্চ করে লিংক খোঁজার দরকার পড়বে না। এআই ব্রাউজার বিভিন্ন লিংকের তথ্য এক সঙ্গে হাজির করবে।
সূত্র : এই সময়