
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকায় গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
জানা গেছে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলা উদ্দিন পৌর এলাকার উত্তর শ্রীধরপুর হাজী ছায়েদুল হকের নতুন বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গরু চুরির অভিযোগ প্রসঙ্গে গ্রেফতার আলা উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার জানান, তার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বিগত আওয়ামী সরকারের আমলে ভিন্ন মতের রাজনীতি করার কারণে বেশ কয়েকটি মামলা দিয়েছে। ওই মামলাগুলোর জামিনে আছে।
তিনি আরও বলেন, আমার স্বামী গত পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিল। বর্তমানে নিজ দলের কেউ প্রতিহিংসা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, যদি ঘটনা সত্য হয়ে থাকে তা দলের জন্য বিব্রত। যদি আলাউদ্দিন এ ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অবগত করব।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সিলোনিয়া খুশিপুর এলাকায় গরু চুরির মামলায় আলা উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।