
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে এবার দেখা যাবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ অ্যানথ্রপিকের জ্যেষ্ঠ উপদেষ্টার ভূমিকায়।
গত জুলাইয়ে সাধারণ নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানো সুনাক এখনও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। বৃহস্পতিবার তিনি মাইক্রোসফট ও অ্যানথ্রপিকে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।
এক লিংকডইন পোস্টে সুনাক বলেছেন, এই পদ থেকে পাওয়া অর্থ পুরোপুরিভাবে ‘দ্য রিচমন্ড প্রজেক্ট’-এ দান করবেন তিনি। স্ত্রী আকশতা মূর্তির সঙ্গে মিলে এ দাতব্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সুনাক।
মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন ও সার্চ জায়ান্ট গুগল সমর্থিত এআই স্টার্টআপ অ্যানথ্রপিক বলেছে, সুনাকের এ খণ্ডকালীন উপদেষ্টা পদটি পুরোপুরিভাবে ব্রিটিশ সরকারের ‘অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্টস’ বা এসিওবিএ-এর শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কমিটিই সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নতুন চাকরির নিয়মাবলি তত্ত্বাবধান করে।
সুনাক অ্যানথ্রপিককে কৌশল, বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক বিষয়ে পরামর্শ দেবেন। তার দায়িত্ব মূলত আন্তর্জাতিক কৌশলগত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হবে, যা যুক্তরাজ্যভিত্তিক নীতিমালার সঙ্গেও মিলবে।
এক্ষেত্রে সুনাক অ্যানথ্রপিকের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
মাইক্রোসফটে তিনি বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবেন।
এসিওবিএ-এর অন্তর্বর্তীকালীন চেয়ার ইসাবেল ডোভার্টির বৃহস্পতিবার মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে বলেছেন, কোম্পানির বার্ষিক ‘মাইক্রোসফট সামিট’-এ বক্তৃতা দেবেন সুনাক। তবে যুক্তরাজ্যসংক্রান্ত কোনো নীতিগত বিষয়ে তিনি পরামর্শ দিতে পারবেন না।
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুনাক তার মন্ত্রিসভার শেষ দিন থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত মাইক্রোসফটের পক্ষে কোনো তদবির করতে পারবেন না। পাশাপাশি সরকারে দায়িত্ব পালনকালে পাওয়া কোনো গোপন বা বিশেষ তথ্যও মাইক্রোসফটের কাজে ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
এ বছরের জুলাইয়ে গোল্ডম্যান শ্যাক্স-এ পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেছিলেন সুনাক। চলতি শতকের গোড়ার দিকেও তিনি ওই মার্কিন ব্যাংকে বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন। তারপর মাঝে কিছুদিন বিভিন্ন ‘হেজ ফান্ডে’ কাজ করেছেন।
এবার তিনি মাইক্রোসফট ও অ্যানথ্রপিকে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিলেন।
সূত্র: রয়টার্স