
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সেইফ এক্সিটের কথা আর কী বলব ভাই! প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। দেশে গণ্ডগোল লাগলে তারা বিদেশে চলে যেতে পারবেন। পারবেন না আপনি, পারব না আমি। আমাদের কারও বিদেশে যাওয়ার ভিসা লাগানো নেই।’
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ— এমন কোনো কাজ, অপকর্ম বা দুর্নীতিতে জড়াবেন না, এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যাতে পরবর্তী সময়ে সেইফ এক্সিটের প্রয়োজন হয়। কাজ করবেন সততা, স্বচ্ছতা ও দেশপ্রেম বজায় রেখে যেন সেইফ এক্সিটের চিন্তা করতে না হয়।’
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—আমরা সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি, ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে নির্বাচন বানচাল করবে বা পিছিয়ে দেবে, তাদের সতর্ক করে দিচ্ছি, ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবেই।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘অনেকে ভাবছেন, আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন সহজ হবে, কিন্তু তা নয়। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল-ডাল সস্তার, নিরাপদ রাস্তার, তরুণদের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ।’
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।