Image description

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, মোবাইল কোম্পানিগুলো যাতে ইন্টারনেটের দাম কমায়, সে জন্য পর্যাপ্ত রেগুলেটরি ও বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অংশীজনেরা অংশগ্রহণ করেছেন। তবে যাঁরা এখনো অংশগ্রহণ করেননি, তাঁদের অংশগ্রহণ করা উচিত।

তিনি জানান, আমরা ক্ষতিতে থাকা ৬টি টেলিকম প্রতিষ্ঠানকে লাভজনক করা হচ্ছে। এনজিএসও লাইসেন্স দেয়ার পর স্টারলিংক বিএসসিসিএল ২ টেরাবাইট ব্যান্ডউই

ফয়েজ জানান, ঘরে ও টাওয়ারে টেলকো ফাইবার পৌঁছে দেয়া, মুঠোফোন থেকে সরকারি সেবা গ্রহণে অ্যাপে আস্থার ঘাটতি দূর করতে জুনের প্রথম ভাগেই নতুন লাইসেন্স নীতিমালা পাশ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেছেন, আমরা বাজারকে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। প্রতিযোগিতার মাধ্যমেই বাজার দাম প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হবে। স্টারলিংক এখনো প্রাইসিং আবেদন করেনি।

সংবাদ সম্মেলনে টেলিকম মন্ত্রণালয়ের সচিব মো. জহিরুল ইসলাম ও আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।