Image description

সম্প্রতি গাম্বিয়া ও উজবেকিস্তানে শিশু মৃত্যুর সঙ্গে ভারতীয় যে দুটি কোম্পানির কাশির সিরাপের নাম উঠে এসেছিল, সেগুলো সেবনের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার চিকিৎসাপণ্য বিষয়ক এ সতর্কতার কথা জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি। তাদের সুপারিশ, ভারতের নয়দাভিত্তিক কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের উৎপাদিত দুটি কাশির সিরাপ উজবেকিস্তানের শিশুদের জন্য যাতে ব্যবহার করা না হয়।


উজবেকিস্তান সরকার ডিসেম্বরে জানায়, নয়দাভিত্তিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি কফ সিরাপ সেবনে সে দেশে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও জানায়, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারের নমুনা পরীক্ষায় ওই কোম্পানির দুটি সিরাপেই অগ্রহণযোগ্য পরিমাণ ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল দূষক হিসেবে পাওয়া গেছে।

সতর্কতায় ডব্লিউএইচওর ওয়েবসাইটে বলা হয়েছে, ম্যারিয়ন বায়োটেকের উৎপাদিত নিম্নমানে চিকিৎসাপণ্যগুলো পণ্যের গুণগত মান এবং নমুনা পরীক্ষায় প্রতিষ্ঠিত মানদ- পূরণে ব্যর্থ হয়েছে। তাই এসব পণ্য মানহীন।