
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. জসিম উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এক ফ্রান্স প্রবাসীর কাছের দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা জসিম। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। গত রোববার সেই মামলায় জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠায়। পিবিআইর তদন্ত প্রতিবেদনে মামলার অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত এ নির্দেশ দেন।
মামলার নথি ও পিবিআইর তদন্ত সূত্রে জানা গেছে, তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমান ফ্রান্স প্রবাসী। তিনি শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম গড়ে তুলছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে কাজ শুরুর পরপরই বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকিও দেন তিনি।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। মামলার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এছাড়াও বিএনপি নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, “তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এজন্য সাংগঠনিকভাবে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।”