Image description

উইমেন’স সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারী ফুটসাল দল। শক্তি ও কৌশলের দাপটে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাঘিনীরা। প্রথমার্ধেই ছয় গোল করে কার্যত ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ, আর দ্বিতীয়ার্ধে যোগ করে আরও তিনটি গোল। জবাবে পাকিস্তান মাত্র একবার বাংলাদেশের জালে বল পাঠাতে সক্ষম হয়। ফলে ৯–১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ে রাউন্ড রবিন লিগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাবিনা খাতুনের দল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। বর্তমান অবস্থানে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশই।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটিতে একাই চার গোল করে ম্যাচের নায়ক হন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান দুটি করে গোল করেন। বাকি একটি গোল আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে। পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটসালে পাকিস্তানের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩–১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে দলটি। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩–৩ গোলে ড্র হলেও পরের দুই ম্যাচে নেপালকে ৩–০ এবং শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করে।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৫ জানুয়ারি), প্রতিপক্ষ মালদ্বীপ। সাত দলের এই টুর্নামেন্টে লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। বর্তমান অবস্থান ও পারফরম্যান্স বিবেচনায় শিরোপা জয়ের পথে বাংলাদেশের মেয়েরাই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে।