ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ব্যতিক্রম প্রচারণা করছেন ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) পিকআপ ভ্যানকে শাপলা কলিসহ প্লাস্টিকের বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে নিজেই মাইক হাতে প্রচারণা চালান। একইসঙ্গে তিনি মুড়ি ও বাতাসা সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে খান।
সকাল সাড়ে ১১টার দিকে তিনি পিকআপ ভ্যানে করে প্রচারণা শুরু করেন।
মোহাম্মদ আতাউল্লাহ সাংবাদিকদের জানান, মূলত রাজনীতিতে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন তাঁরা। যে কারণে তাঁরা চান রাজনীতিটা সাধারণ মানুষের কাতারে নেমে আসুক।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি নির্বাচনে যত কম খরচ করবে ততই ভালো। কারণ যে জনপ্রতিনিধি অতিরিক্ত খরচ করে তিনি দুর্নীতির পথে হাঁটেন। দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি পেতে নির্বাচনে খরচ কমে আসুক এটা আমরা চাই।