Image description

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। দুই তারকাকে ফিরিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে দুজনই ছিলেন না বাবর-শাহিন আফ্রিদি। চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।

অন্যদিকে যে স্ট্রাইকরেটের কারণে সংক্ষিপ্ত সংস্করণ থেকে বাদ পড়েছিলেন বাবর, সেটা এখনো মানানসই না হলেও দলে ফেরানো হয়েছে তাকে।

 

বিগ ব্যাশে ১১ ইনিংসে ১০৩.০৬ স্ট্রাইকরেটে ২০২ রান করেন বাবর। সিডনি সিক্সার্সের হয়ে সময়টা ভালো না কাটলেও ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখেই তাকে দলে ফেরানো হয়েছে। তবে বিগ ব্যাশে ২০ উইকেট নিয়ে শীর্ষে থাকা পেসার হারিস রউফের জায়গা হয়নি।