ইদানীং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একেকটি সভা শুরু হলে যেন আর শেষই হতে চায় না। বিকেল ৩টায় শুরু হওয়া সভা কখনো কখনো রাত ১০টা পেরিয়েও থামে। এত লম্বা বৈঠকের ধকল কাটিয়ে উঠতে জানা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের ওপর দিয়ে আজ অল্প সময়ের এক সভাই বরং ঝড় বইয়ে দিয়েছে।
কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাওয়া বাংলাদেশ ইস্যুতে আজ আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের যে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমিনুল, সেটির দৈর্ঘ্য পেরোয়নি ঘণ্টাও।
যদিও সেই বৈঠক থেকে বাংলাদেশের জন্য কোনো সুখবর মেলেনি। বরং সদস্য দেশগুলোর মধ্যে ভোটাভুটির আয়োজন করে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার প্রস্তাব খারিজই করে দিয়েছে আইসিসি।
সরকারের সঙ্গে আলোচনার পর কী সিদ্ধান্ত জানাবে বিসিবি? সেটি অন্তত মত বদলে ভারতে খেলতে যাওয়ার সিদ্ধান্ত হবে না বলেই মনে হলো আমিনুলের কথায়, ‘মন থেকে বলছি, মুস্তাফিজের ওই ঘটনার পর আমার মনে হয়েছে ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমাদের অনেক শত্রু ওখানে আছে।’ তাহলে তো বিশ্বকাপে আর খেলাই হচ্ছে না বাংলাদেশের? আমিনুলের মনে তবু ক্ষীণ আশা। সেটি ‘অলৌকিক’ কিছু ঘটার প্রত্যাশা। নিজেদের তরফ থেকে নয় অবশ্য, “আইসিসির পক্ষ থেকে আমি একটি ‘মিরাকল’-এর প্রত্যাশা করছি।
সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও তাই আমিনুল অপেক্ষায় থাকবেন হয়তো!