Image description

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পিছিয়ে পড়ে সিলেট টাইটান্স। ওপেনার জাকির হাসান ও তিনে নামা আরিফুল ইসলাম দ্রুত ফিরলে চাপে পড়ে দল। সেই চাপ সামলে পারভেজ ইমন ও স্যাম বিলিংস দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে তাদের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১২ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স। 

 

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

বিস্তারিত আসছে...