Image description
 

সিলেটে হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টায় মাজার জিয়ারত করেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য জনসভায় যোগ দিতে আজ বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

শীর্ষনিউজ