কয়েক দফা আলোচনা করেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনিশ্চয়তা এখনো কাটেনি। সর্বশেষ গত শনিবার আইসিসির প্রতিনিধির সঙ্গে ঢাকায় যে মিটিং হয়েছে তাতেও বিসিবি জানিয়ে দিয়েছে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।
সেই মিটিংয়েই নাকি সিদ্ধান্ত হয়েছে আগামী ২১ জানুয়ারি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী বুধবারই নাকি বাংলাদেশকে ফাইনাল সিদ্ধান্ত জানাতে হবে।
বিসিবি যদি ভারতে খেলতে যেতে না চায় তাহলে বাংলাদেশের বদলে নতুন দলকে সুযোগ দেবে আইসিসি। র্যাংকিংয়ের হিসাবে সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সময়সীমাকে অস্বীকার করেছে। নির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা জানানো হয়নি বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে (ভারতে) খেলতে অপরাগ।’
আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিকল্প ভেন্যু নিয়ে কথা হয়েছে বিসিবির। কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
আমজাদ বলেছেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।