Image description

জীবন যে ক্ষণস্থায়ী—এই চিরন্তন সত্যকে হাসিমুখে মেনে নিয়ে জীবিত অবস্থায় নিজের কুলখানির আয়োজন করছেন দুখু মিয়া নামের এক ব্যক্তি। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের আলীপুর গ্রামে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আলীপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম দুখু মিয়া নিজ উদ্যোগে নিজের কুলখানি (চল্লিশার) আয়োজন করেন। 

সাধারণত কোনো ব্যক্তির মৃত্যুর পর স্বজনরা কুলখানি (চল্লিশার) আয়োজন করে থাকেন।

তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে জীবিত অবস্থাতেই নিজের শেষ বিদায়ের ভোজের আয়োজন করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন দুখু মিয়া।

 

স্থানীয়রা জানান, আজকে দুখু মিয়া গ্রামের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করেছেন। আয়োজন ছিল অনেকটাই কুলখানির মতো। তবে সবকিছুর মাঝেই ছিল এক ভিন্ন অনুভূতি, যেখানে বিদায়ের আয়োজনের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তিনি নিজে।

 

নুরুল ইসলাম দুখু মিয়া জানান, মৃত্যু অবধারিত—এটাই চিরন্তন সত্য। কেউ জানে না কখন ডাক আসবে। আমি অন্যের ওপর দায় না রেখে নিজেই নিজের শেষ বিদায়ের আয়োজন করেছি।