আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবমিলিয়ে হাতে সময় নেই এক মাসও। অংশ নিতে যাওয়া দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে বাংলাদেশ দল রয়েছে আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে আসবে কি না, তা নিয়ে জল্পনা এখনও চলছে। আইসিসিকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়ে ভারতে না আসার ব্যাপারে জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক যখন উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে ঠিক তখনই এই ইস্যুতে মুখ খুললেন ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া।
বিসিসিআইয়ের বৈঠক শেষে সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। এ প্রশ্নের উত্তর দিলেও সুর্নিদিষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। কৌশলী উত্তর দিয়েছেন সাইকিয়া।
বিসিসিআই সচিব বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’
মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, এই ঘোষণা প্রথম সাইকিয়াই দিয়েছিলেন। তার মন্তব্যের পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তা এখনও থামেনি।