আগামী আইপিএল টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে। মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি বিব্রতকর পরিস্থিতির কারণে শিরোনামে এসেছে আইপিএল।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মুস্তাফিজকে মাঠে খেলানোর বিরুদ্ধে হুমকি দিয়েছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে তাঁরা এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন। উজ্জয়িনীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানিয়েছেন, “বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা; তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।” এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে।
এই হুমকির প্রেক্ষাপট হিসেবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটা কিছু সহিংস ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস এবং ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মন্ডল নামে দুজন হত্যাকাণ্ডের শিকার হন, যা নিয়ে ওপার বাংলায় উত্তাপ ছড়িয়েছে।
এদিকে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মুস্তাফিজের খেলার বিষয়ে সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্স বিভাগই নেবে। আইপিএলের সময়সূচি ও বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ বিবেচনা করে তাঁর অনাপত্তিপত্র (NOC) নির্ধারণ করা হবে।
আইপিএল চলাকালীন আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মুস্তাফিজকে আন্তর্জাতিক সিরিজে প্রাধান্য দেওয়া হবে এবং সেই ভিত্তিতেই আইপিএলে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।