Image description

তার সঙ্গে পেশাদার ক্যারিয়ার শুরু করা খেলোয়াড়রা তো অবশ্যই সঙ্গে পরে শুরু করা অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন। তবে ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো দৌড় থামাননি এখনো।

গোল করে একের পর এক ম্যাচে জয় এনে দিচ্ছেন দলকে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে তাই দলের অপরিহার্য খেলোয়াড় তিনি।

 
পর্তুগাল দলে সিআর সেভেনকে কেন অপরিহার্য খেলোয়াড় মনে করেন কোচ রবার্তো মার্তিনেজ তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিন কারণে রোনালদোকে অপরিহার্য মানেন পর্তুগালের কোচ।

 

মার্তিনেজের চোখে রোনালদোর সেই তিন স্তম্ভ হচ্ছে—প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথমত তার মানসিকতা।

 
আমাদের বিশ্লেষনে তিনটি স্তম্ভ আছে। প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। সব সময় দলে থাকা এবং দলকে সাহায্য করার জন্য নিজের মান অন্য এক পর্যায়ে নিয়েছে। যা জাতীয় দলের অধিনায়ককে স্কোয়াডে রাখে।
 
সেরা হওয়ার নিরলস প্রচেষ্টা তার মাঠে স্পষ্ট। তার এই ক্ষুধা সংক্রামক। স্ট্রাইকার হিসেবে ৩০ ম্যাচে ২৫ গোল প্রমাণ করে যে তার উপস্থিতি জাতীয় দলের জন্য অনেক কিছু বয়ে আনে।’

বিশ্বকাপ শেষে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। আরাধ্য ট্রফি জয়ের শেষ সুযোগ তার।

 
২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হতে টুর্নামেন্টে ‘কে’ গ্রুপে পড়েছে পর্তুগাল। তাদের গ্রুপ সঙ্গী উজবেকিস্তান, কলম্বিয়া ও প্লে-অফ থেকে আসা এক দল।