Image description

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের রাজনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি ভিন্ন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একই পরিবারের দুইজন। সম্পর্কে তারা চাচাতো ভাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম শহীদুল্লাহ। অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ।দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যথাক্রমে ২২ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টিসহ মোট আটটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

ঐতিহ্যবাহী দুই দলের পক্ষে দুই চাচাতো ভাইয়ের মনোনয়ন সংগ্রহের বিষয়টি স্থানীয়দের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। একই পরিবারের দুই সদস্যের ভিন্ন রাজনৈতিক অবস্থান বর্তমানে নেত্রকোনা-৫ আসনে আলোচনার শীর্ষে রয়েছে এবং নির্বাচনী রাজনীতিতে বাড়তি আগ্রহ তৈরি করেছে।