সাড়ে পাঁচ মাস পর মাঠে ফিরে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অ্যাডিলেডে ৬ উইকেট নিয়ে ৮২ রানের জয়ে দারুণ অবদান রাখার পুরস্কার পেলেন টেস্ট র্যাংকিংয়ে বড় লাফ দিয়ে। তাতে ঝুঁকিতে পড়েছে ভারতের পেসার জসপ্রীত বুমরাহর শীর্ষস্থান।
সবশেষ আইসিসি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষেই আছেন বুমরাহ। ৮৭৯ রেটিং পয়েন্ট তার। তবে ৬ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে দুইয়ে ওঠা কামিন্সের সঙ্গে তার ব্যবধান মাত্র ৩০ পয়েন্টের। সতীর্থ মিচেল স্টার্ককে সরিয়ে দিয়েছেন তিনি ৮৪৯ রেটিং পয়েন্ট পেয়ে। ব্রিসবেনে দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতে ৩-০ তে আগেই অ্যাশেজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৮১৫ পয়েন্ট নিয়ে সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে তিনে। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ১৭০ রান করেন তিনি। তাদের উপরে কেবল কেন উইলিয়ামসন ও জো রুট। অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি তৃতীয় টেস্টে সেঞ্চুরি করে ছয় ধাপ লাফিয়ে সেরা দশে। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে।
টি-টোয়েন্টি বোলিং রাংকিংয়ে বুমরাহ ১০ ধাপ এগিয়ে লঙ্কান বোলার মাহিশ ঠিকশানার সঙ্গে যৌথভাবে ১৮ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ রান খরচায় ২ উইকেট নেন তিনি।
এদিকে তিলক ভার্মার উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে তিনে উঠে গেছেন তিনি। পাঁচ ম্যাচ সিরিজে এই ভারতীয় ব্যাটার চার ইনিংসে দুটি ফিফটিতে ১৮৭ রান করেন। শেষ ম্যাচে তার ৪২ বলে ৭৩ রানের সুবাদে ২৩১ রানের পাহাড় গড়ে ভারত। অভিষেক শর্মা ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। ডেভাল্ড ব্রেভিস পাঁচ ধাপ লাফিয়ে দশম স্থানে।