বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাস্থল রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সেখানে মঞ্চ প্রস্তত করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দলের শীর্ষস্থানীয় নেতারা মঞ্চ দেখতে যান।
বিকেল থেকে সেখানে নেতাকর্মীদের ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে।
অনেকেই একদিন আগেই এসে অবস্থানের স্থান ধরে রাখার চেষ্টা করছেন। অনেক নেতাকর্মী আবার ঘুরে ঘুরে দেখছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বার) তারেক রহমান ঢাকায় অবতরনের পর সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন।
তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বিএনপির সকল স্তরের নেতা-কর্মীসহ পুরো বাংলাদেশ। তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে মনে করছেন সর্বমহল।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ ব্যাপারে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দেশের গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংবর্ধনা হবে এটি। সমাগম ঘটবে প্রায় ৫০ লাখ মানুষের। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নিয়ে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।