Image description

পিএসজির কোচ হিসেবে ২০২৩ সালে দায়িত্ব নেন লুইস এনরিখে। এরপর একটার পর একটা শিরোপা ঘরে তুলতে শুরু করেছেন তিনি। লা প্যারিসিয়ানদের হয়ে নবম শিরোপা জিতেছেন সাবেক এই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ।

এনরিখের বড় সাফল্য প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। যে শিরোপার জন্য কাতারি অর্থে চলা ক্লাবটি অঢেল অর্থ ঢেলেও পূর্বে সাফল্য পায়নি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের জুটি গড়েও সাফল্য আসেনি। সেই শিরোপা বার্সার ট্রেবল জয়ী কোচ জিতেছেন মেসি-নেইমার-এমবাপ্পেকে ছাড়া।

বার্সার জার্সিতে উসমান ডেম্বেলের ক্যারিয়ার ইনজুরিতে একটু একটু করে শেষ হতে যাচ্ছিল। সেই ডেম্বেলেকে তিনি ব্যালন ডি’অর জিতিয়েছেন। ফিফা দ্য বেস্টও উঠেছে ডেম্বেলের হাতে। ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর লুইস এনরিখের সঙ্গে তাই আজীবনের চুক্তি করতে যাচ্ছে পিএসজি।

সংবাদ মাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এনরিখের সঙ্গে চুক্তি আছে পিএসজির। কিন্তু নিকট ভবিষ্যতে তাকে ক্লাব ছাড়তে দিতে চায় না লা লা প্যারিসিয়ান বোর্ড। লম্বা সময়ের জন্য চুক্তি করে তাকে প্যারিসে রেখে দিতে চায়। পিএসজি তাকে আজীবন ক্লাবে থাকার চুক্তির প্রস্তাব দিতে চায়।

বিগত বছরগুলোকে পিএসজির বড় সমস্যা ছিল হুটহাট কোচ ছাঁটাই করা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা টমাস টুখেলকে পরের মৌসুমে ছাঁটাই করেছিল ক্লাবটি। মাউরিসিও পচেত্তিনো, ক্রিস্টোফার গালতিয়েররা টিকতে  পারেননি ক্লাবে। ওই ক্লাব এনরিখেকে সুযোগ দিচ্ছে, নিজের মতো কাজ করার। যে চুক্তিতে পিএসজি তাকে বরখাস্ত করে অপমান করবে না। তবে এনরিখে চাইলে চাকরি ছাড়তে পারবে।

ক্লাবের নতুন শিরোপা জয় নিয়ে এনরিখে বলেন, ‘ক্লাবের জন্য এটা ঐতিহাসিক। সাধারণত মৌসুম শেষেই পর্যবেক্ষণ হওয়া উচিত। এটা হিসাব-নিকাশের সময়ও না। তবে ২০২৫ বছরের কথা বললে ভালো অর্জন বলা চলে। শিরোপা জিততে পেরে আমরা খুশি। আরও খুশি ক্রিস্টমাসের ছুটিতে যেতে পেরে।’