Image description

ব্রাজিলিয়ান ক্লাব থেকে অনেক স্বপ্ন নিয়েই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন তরুণ তারকা এন্ড্রিক। তবে স্প্যানিশ ক্লাবটিতে বিশ্বখ্যাত তারকাদের ভিড়ে নিজের আলাদা পরিচয় গড়তে পারছেন না তিনি। পারবেনই বাঁ কিভাবে, নিয়মিত গেম টাইমই যে পান না তিনি। তাই তো রিয়াল ছেড়ে যাচ্ছেন তিনি। 

রিয়ালের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ধারে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ফরাসি ক্লাব লিঁও, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদনে।

চলতি মৌসুমে শাবি আলোনসোর অধীনে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় বেশ কিছুদিন ধরেই লিঁওতে ধারে যাওয়ার গুঞ্জনে ছিলেন এন্ড্রিক। এই মৌসুমে ব্রাজিলিয়ান তরুণটি এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে একমাত্র শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন গত সপ্তাহে কোপা দেল রে-তে তালাভেরার বিপক্ষে।

এন্ড্রিক নিজেও জানেন, নিয়মিত ম্যাচ না খেললে ২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব। সে কারণেই খেলার সময় পাওয়াকে এখন তার জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি।

খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নতুন বছরের শুরুতেই লিঁওতে যোগ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে পাওলো ফনসেকার দলের হয়ে খেলবেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

চুক্তির শর্ত অনুযায়ী, এন্ড্রিকের বেতনের অর্ধেক বহন করবে রিয়াল মাদ্রিদ। তবে এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো অপশন রাখা হয়নি। রিয়ালের দৃষ্টিতে, এই লোন ডিলটি এন্ড্রিকের উন্নতির একটি সুযোগ, যাতে মৌসুম শেষে আরও পরিণত হয়ে তিনি ক্লাবে ফিরতে পারেন।

চলতি মৌসুমে খুব বেশি ম্যাচ না খেলায় এন্ড্রিকের বিদায়ে রিয়ালের পারফরম্যান্সে বড় প্রভাব পড়ার কথা নয়। তবে মৌসুমের দ্বিতীয় ভাগে যদি আক্রমণভাগে চোটের সমস্যা দেখা দেয়, তাহলে স্কোয়াডের গভীরতা কিছুটা হলেও কমে যাবে।

বর্তমানে আক্রমণে জাবি আলোনসোর হাতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও গনসালো গার্সিয়া। এ ছাড়া আরদা গুলারও আক্রমণভাগে খেলতে পারেন। আগামী মাসে আফ্রিকা কাপ অব নেশনস শেষ করে ফেরার পর মরক্কোর ব্রাহিম দিয়াজও যোগ দেবেন রিয়ালের আক্রমণ শক্তিতে।