Image description

দুই জায়ান্টের মুখোমুখি লড়াই হলেও মাঠে তেমন আগুন ঝরেনি। আক্রমণ ও পাল্টা-আক্রমণের চেষ্টা ছিল, কিন্তু শেষ ছোঁয়ার ঘাটতিতে গোলের দেখা পায়নি কেউই। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচটি তাই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ড্রয়ের ফলটা বেশি স্বস্তির মোহামেডানের জন্য। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ‘রোড টু ফাইনাল’-এ ওঠার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে সাদাকালোরা। বিপরীতে দুই ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থানে থেকে গেল বসুন্ধরা কিংস। ফলে তাদের সামনে অনিশ্চয়তার ছায়া আরও ঘন হলো।

এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর। তবে বিজয় দিবসের কুচকাওয়াজের কারণে ভেন্যু ব্যবহারের জটিলতায় ম্যাচ পিছিয়ে দেয় বাফুফে। এক সপ্তাহ বাড়তি প্রস্তুতির সুযোগ পেলেও মাঠের খেলায় তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

ম্যাচের শুরুতেই বিপাকে পড়তে বসেছিল মোহামেডান। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুল বোঝাবুঝিতে সুযোগ পেয়ে যান রাকিব হোসেন। তার নেওয়া শটটি আঙুলের ছোঁয়ায় কোনোমতে কর্নারে পাঠান গোলরক্ষক সুজন হোসেন। এরপরও কিংসের আক্রমণে রাকিব ছিলেন সক্রিয়। ২১তম মিনিটে সোহেল রানার লম্বা পাসে বক্সে ঢোকার আগেই আবারও সতর্ক সুজন বল গ্লাভসে পুরে নেন।

মাঝমাঠে লড়াইয়ের উত্তাপ বাড়তে থাকে। বক্সের সামনে সানডেকে ট্যাকল করায় এলি কেকে ফ্রি কিক উপহার দেন এবং রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন। ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া ফ্রি কিক অবশ্য লক্ষ্যে ছিল না। পরের মিনিটেই রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বল গ্যালারিতে পাঠিয়ে মোহামেডানের মরিসনও সতর্কবার্তা পান।

৩১তম মিনিটে কিংসের রক্ষণভাগে আরেকটি ভুল। তপুর দেওয়া পাস পেয়ে যান নাবিব নেওয়াজ জীবন। অভিজ্ঞ ফরোয়ার্ডের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশায় মাথা চেপে ধরেন কিংস সমর্থকেরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কাটব্যাকে রাকিব বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে সে গোল বাতিল হয়।

বিরতির পর মোহামেডান কিছুটা গতি বাড়ায়। ৬১তম মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো ফ্রি কিক দারুণভাবে লাফিয়ে ঠেকান কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শেষ দিকে সুযোগ আসে দু’দলেরই। ৭৮তম মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির হেড খুব শক্ত না হওয়ায় আবারও রক্ষা পান সুজন। কিছুক্ষণ পর বক্সের ভেতরে ভালো অবস্থান থেকে সানডের শট বাইরে গেলে মোহামেডানের আফসোস বাড়ে।

ম্যাচের শেষ দিকে আরেকটি সুযোগ নষ্ট করায় গোলের তালা আর খোলেনি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এতে করে ১২ ডিসেম্বর লিগ ম্যাচে কিংসের কাছে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগও হাতছাড়া হলো আলফাজ আহমেদের মোহামেডানের।