Image description
 

বড়দিনের ছুটিতেও ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ফিটনেস নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছেন কোচ পেপ গার্দিওলা। তিনি খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারও ওজন বেড়ে গেলে তাকে দলের ম্যাচ থেকে বাদ দেওয়ার সতর্কতা দিয়েছেন।

গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও, গার্দিওলা তার খেলোয়াড়দের প্রতি কড়া মনোভাব বজায় রেখেছেন। কোচ জানিয়েছেন, ছুটির আগে সকল খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে এবং ২৫ তারিখে ফিরে আসার সময় তিনি নিজে ওজন পরীক্ষা করবেন। তিনি বলেন, খেলোয়াড়রা খাবার খেতে পারবে, তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।

যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরেন, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। গার্দিওলা উদাহরণ দিয়ে বলেন, ‘একজন খেলোয়াড় ফিট থাকলেও যদি তিন কেজি বেশি ওজন নিয়ে ফিরে আসে, সে নটিংহ্যাম ফরেস্টের ম্যাচে খেলতে পারবে না।’

 

তবে কোচ খেলোয়াড়দের বিশ্রাম নেওয়ার গুরুত্বও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাবে এবং ফুটবল কিছুক্ষণ ভুলে যাবে। এতে তারা রিফ্রেশ হয়ে ফিরে আসবে এবং ম্যাচে সতেজ থাকবে।’

গার্দিওলা আরও যোগ করেন, ম্যাচের পর খেলোয়াড়দের একদিনের ছুটি না দেওয়া হয়, কারণ তিনি পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন। রিকভারি ও ট্রেনিং সেশনের পরে তিন দিনের ছুটি এবং পরবর্তীতে নটিংহ্যাম ফরেস্টের জন্য প্রস্তুতি থাকবে।