Image description
চলমান অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে দাপুটে জয় আর সিরিজ নিশ্চিতের স্বস্তি থাকলেও মেলবোর্নের বক্সিং ডে টেস্টের আগে অজি শিবিরে দুশ্চিন্তার ভাজ। গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে। ইনজুরি আর সতর্কতার কারণে দলের প্রধান দুই অস্ত্র প্যাট কামিন্স এবং ন্যাথান লায়নকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। 
 
অ্যাডিলেডে দুর্দান্ত বোলিং করলেও পিঠের পুরনো চোটের ঝুঁকি এড়াতে প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর তার অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তবে বড় ধাক্কা হয়ে এসেছে অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নের চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে বর্তমানে ক্রাচে ভর দিয়ে থাকা লায়ন মেলবোর্ন তো বটেই, সিডনি টেস্ট থেকেও ছিটকে গেছেন নিশ্চিতভাবে।
 
দলে কামিন্সের জায়গায় সুযোগ পেয়েছেন ৪ বছর পর টেস্ট ফেরার অপেক্ষায় থাকা জাই রিচার্ডসন। আর লায়নের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন অফ-স্পিনার টড মার্ফি। তবে একাদশে মাইকেল নিসারের ফেরা প্রায় নিশ্চিত। গত ১৪ বছর পর ঘরের মাঠে প্রধান স্পিনার লায়নকে ছাড়া খেলতে নামা অস্ট্রেলিয়ার জন্য এক বড় পরীক্ষা।