Image description

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন নিয়ে নীলফামারী- ১ (ডোমার ও ডিমলা) আসনে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গত কিছুদিন ধরে গণসংযোগ করে আসছিলেন তারেক রহমানের খালাতো ভাই ও খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার প্রাথমিক দলীয় মনোনয়ন না হওয়ার তার নিজ দলের মধ্যে এ মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আল্লাহর শুকরিয়া আদায় করে জানান, তিনি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি মুক্ত প্রশাসন ও সমাজ গঠনে অবদান রাখবেন।